শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে পিরোজপুরে সাবেক মহিলা মেম্বার মমতাজের বাড়ি দখল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৮, ১০ আগস্ট ২০২৪

সোনারগাঁওয়ে পিরোজপুরে সাবেক মহিলা মেম্বার মমতাজের বাড়ি দখল

ফাইল ছবি

ব্যক্তিগত শত্রুতা কাজে লাগিয়ে সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে বাড়ির প্রবেশ পথে দেয়াল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ  উঠেছে। গত ৫ আগস্ট সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পতাবেরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তোভোগি মমতাজ বেগম জানান, আমরা কোনো দল করিনা এবং কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না।

তবুও ৫ই আগস্ট সোমবার বিকেলে সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে তার ছেলে খাইরুল ইসলাম সজিব, ছমির উদ্দিন প্রধানের ছেলে জয়নাল মেম্বার, মৃত ইয়াছিন মিয়ার ছেলে রিপন,লাল মিয়ার ছেলে খোরশেদ, ইমান আলী ছেলে  আরিফ, সিরাজুল মিয়া ছেলে জাবেদ, হযরত আলী ২ ছেলে আলীনূর ও আজগর,সালাউদ্দিন মিয়ার ছেলে উজ্জল, জাহাঙ্গীর মিয়ার ছেলে আফজাল, একই এলাকার মোক্তার,গাজু মিয়ার বিল্লাল ও বাবুল মিয়ার ছেলে সবুজসহ অজ্ঞাত নামা আরো শতাধিক সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে প্রবেশ করে। আমার স্বামী তমিজ উদ্দিন (৭০)কে মারধর করে বাড়ি থেকে টেনেহিছড়ে বের করে দেয়।

আমাদের পরিবারের সকলের উপর হামলা চালিয়ে ৫জনকে আহত করে। এবং জোর পূর্বক আমাদের বাড়ি ও জমি দখল করেন। আমরা অসহায় হয়ে প্রানের ভয়ে পালিয়ে আছি। দেশ নাকি স্বাধীন হয়েছে তারই কি এই নমুনা? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু  বিচার দাবি করছি।

এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামানকে ফোন করা হলে ফোন রিসিভ করেননি।