ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির কাজ করতে গিশে বিদ্যুৎস্পৃষ্টে একজন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের সোনামিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন- নজরুল ইসলাম (৪৫)। এ ঘটনায় আহতরা হলেন- আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম।
স্থানীয়রা জানান, সকালে ডিপিডিসির কাজ করতে আসেন তারা। এসময় মই দিয়ে বিদ্যুৎ খুটির ওপরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন তারা। এসময় ঘটনাস্থলেই নজরুল নামের এক শ্রমিক মারা যায়। এসময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানে হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নাগিনা জোহা সড়কে বিদ্যুৎ এর কাজ করার সময় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের মরাদেহ খানপুর হাসপাতালে রয়েছে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

