সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ২৪ নভেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া।

রোববার (২৩ নভেম্বর) রাতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শশক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।”

তিনি আরও বলেন, ‘‘ টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।