প্রতীকী ছবি
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আল নূর পেপার মিললর সামনে এ ঘটনা ঘটে।
আহত পথচারী হলেন- কাঁচপুরের উত্তরপাড়া গ্রামের সালে আহাম্মেদের ছেলে আরাফাত হোসেন (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি অটো রিক্সা উল্টা পথে এসে ধাক্কা দিলে আরাফাত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

