ফাইল ছবি
নারায়ণগঞ্জে আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানান তিনি।
এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাই, আমাকে গতকাল ডেকেছিলেন। বর্তমান রাজনীতির সার্বিক বিষয় নিয়ে তিনি আলাপ করেন। আলোচনায় আমি আমার রাজনৈতিক অবস্থান ওনার সামনে পরিস্কারভাবে তুলে ধরি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে। ধানের শীষ যার হাতে, আমি এবং আমার নেতা কর্মীরা তার সাথে। দলের স্বার্থের বাহিরে, আমি কোথাও যাবো না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বিশ্বাস করি, "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।"

