নির্বাচনী প্রস্তুতি সভা
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রাকিবুর রহমান রাকিব বলেছেন, আজাদ ভাই গ্রুপিং না দেখে বিএনপির যেই বিপদে ছিল তারই পাশে দাঁড়িয়েছে। সুমন ভাইয়ের লোক হলেও যেই বিপদে পড়েছে তার পাশে আজাদ ভাই দাঁড়িয়েছে। ছাত্রদলের নাহিদ, জিকু যখন গ্রেপ্তার হয় আজাদ ভাই আমাকে পাঠিয়েছে তাদের দেখতে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আড়াইহাজারে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে এর সুযোগ তৃতীয় পক্ষ নিচ্ছে। শয়তানের কাজই হল একটা মারামারি লাগিয়ে দিতে চায়। কোন একটা পক্ষ এখানে আছে। আজ সাদেক ভাইয়েরও আসার কথা ছিল। আমি ঝগড়া বিবাদ চাই না। যুবদলে হয়ত ভুল বোঝাবুঝি হয়েছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি সকলেরই ছোট ভাই। আজাদ ভাই রাজনীতি করে। তিনি আমাকে বলেছেন সকলের সাথে কথা বলে মিলিয়ে দিতে। আপনারা আমার কথা শুনছেন এর জন্য নিজেকে ধন্য মনে করি।
তিনি বলেন, যারা আমার বাড়িতে আগুন দিয়েছে। আমার দাদিকে ফেলে দিয়েছে। তাদের সাথেও আমরা মিলেমিশে চলছি। কারণ আমরা জানি আজ আমি মারা গেলে আমার গ্রামের লোকজনই আমার লাশটা কাঁধে নিবে। আগামী দিনে কারও সাথে কারও দ্বন্দ্ব থাকবে না।

