ইমাম মোয়াজ্জেম সমাবেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ইমাম মোয়াজ্জেম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (২৩ নভেম্বর) রূপগঞ্জে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ আয়োজন দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।
এসময় সমাবেশে রূপগঞ্জ উপজেলার মসজিদ গুলোর ইমাম, মোয়াজ্জেম ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মোয়াজ্জেমদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন দিপু ভূঁইয়া।

