গণসংযোগ
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এসময় আবদুল জব্বার বলেন, মানুষের সৃষ্টিকর্তা মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল কুরআন নাযিল করেছেন,আল কুর আনের বিধান দিয়ে দেশ পরিচালিত হলেই কেবল মানুষ আইনের শাসন পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের আইনের শাসন উপহার দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, অতীতের অনেক শাসক দেখেছি যারা ক্ষমতায় যাওয়ার আগে মিস্টি মিস্টি কথা বলেছে তারপর ক্ষমতায় গিয়ে দুর্নীতি আর দু:শাসন জাতিকে উপহার দিয়েছে। দুর্নীতি আর দু:শাসন দূর করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের কথা এবং কাজে মিল থাকবে।
উক্ত গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, আইনজীবী থানা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান সেক্রেটারি অ্যাডভোকেট নিজামউদ্দিন, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট গোলাম মর্তুজা, অ্যাডভোকেট আক্তার হোসেন, এডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ওয়ালিউল্যা রাসেল, এডভোকেট ওমর ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শেখ ফয়সাল লাভলু, এডভোকেট কাওসার মিয়া, অ্যাডভোকেট নূরে আলম, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম সহ জামায়াতের আইনজীবী নেতৃবৃন্দ।

