প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে বন্দর উপজেলার ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোঃ পারভেজ (৩০) সিদ্ধিরগঞ্জ থানার মৃত তাড়ামিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত দুইটার দিকে মোঃ মেসবাহউদ্দিন (মেসের) ও তার ছেলেরা চোর সন্দেহে পারভেজকে মারতে থাকে। পরবর্তীতে সকাল সাতটার দিকে সে মারা যায়। পরবর্তীতে পুলিশ মেসবাহউদ্দিন মেসের এর বাড়ির বারান্দা থেকে লাশটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

