গনসংযোগ
ফতুল্লার লক্ষ্মীনগর, রামনগর, কানাইনগর এলাকায় গণসংযোগে মানুষের জনস্রোত দেখে মাওলানা আবদুল জব্বার বলেন, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার এই জোয়ার রুখার সাধ্য কারো নেই।
২৪ নভেম্বর নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচনী গনসংযোগ করেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার। নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য।
তিনি আরো বলেন যেখানেই যাচ্ছি যার সাথেই কথা হচ্ছে সবাই এবার দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার কথা বলছে, আমি বলবো দেশে আজ দাঁড়ি পাল্লার প্রতি মানুষের ভালোবাসা ও গনজোয়ার সৃষ্টি হয়েছে, আশা করি এই গন জোয়ার জনস্রোতে রুপ নিপে আর সেই দাঁড়ি পাল্লার জনস্রোত আল্লাহ চাহেতো রুখার সাধ্য কারো নেই।
বক্তাবলী ঘাট থেকে রাজাপুর কেন্দ্রীয় বায়তুল আমান জামে মসজিদ, লক্ষ্মীনগর, রামনগর, পশ্চিম পাড়া, কানাইনগর, কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ, বেকারী মোর, পশ্চিমপাড়া বাইতুল আকসা জামে মসজিদ হয়ে রামনগর কাচামালের আড়তে এসে গণসংযোগটি আজকের মতো শেষ হয়।
উক্ত গণসংযোগ এ উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আবু বক্কর সিদ্দিক, ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভা নাসিরউল্লাহ, নারায়ণগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যক্ষ আব্দুল করিম খান প্রমুখ।

