মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রায় ৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৬, ২৫ নভেম্বর ২০২৫

প্রায় ৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ফেটে গিয়ে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত প্রায় ৬০ ঘন্টা বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছিল শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বাসাবাড়ির গৃহিণীরা। 

দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ। এ নিয়ে সকাল থেকে নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করতে দেখা গেছে। 

এ বিষয়ে তিতাসগ্যাস কর্তৃপক্ষ জানায়, যে জায়গাটিতে গ্যাস লাইনের ফাটল ধরেছিল, সে জায়গাটি খুবই ডেঞ্জার জোন। কারণ, তার পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। যে কারণে তাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়েছে। 

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজিব সাহা জানান, মাটির প্রায় ২৪ ফুট নিচে বিতরণ লাইনটি থাকায় সেখানে কাজ করতেও ব্যাপক বেগ পেতে হয়েছে। কাঁদা-মাটি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হয়েছে। যার কারণে এতটা সময় লেগেছে।