নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা যদি আমাকে ভালবাসেন তাহলেই আমি স্বার্থক। আপনারা নেই তো আমিও নেই। আপনারা পাশে না থাকলে আমি নজরুল ইসলাম আজাদ তৈরি হতে পারতাম না। দল আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন।
সোমবার (২৪ নভেম্বর) আড়াইহাজার উপজেলার ইট বারদি এলাকায় স্থানীয় ওরস মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ওরস সামাজিক মূল্যবোধের একটা অংশ। যাদের নামে এই ওরস তারা খুব ভাল মানুষ ছিলেন। এখানে কত মানুষের ভিড়। আমি দূর থেকে দেখতে দেখতে এসেছি। শেষে দেখলাম এখানে পর্যন্ত এসে ঠেকলো। এটার প্রতি মানুষের ভালবাসা অনেক।
আমি নিজে এখানে প্রথম এসেছি। আপনাদের ভালবাসা ও শ্রদ্ধাবোধ দেখে আমার মাঝেও তাদের জন্য শ্রদ্ধাবোধ তৈরি হচ্ছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই।
আমাদের এমন কাজ করতে হবে আমরা যখন থাকবো না মানুষ যেন আমাদের মনে রাখে। আমরা সেভাবে কাজ করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যেও দোয়া করবেন। তিনি এদেশ এবং দেশের মানুষের জন্য যে শ্রম দিয়ে যাচ্ছেন তিনি যেন সুস্থ থাকেন এবং এদেশের মানুষের জন্য কাজ করতে পারেন।

