ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান দিপু ভূঁইয়া।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি আমাদের আদর্শ, প্রেরণা এবং সাহসের আলোকবর্তিকা। আপনার আপোষহীন অবস্থান ও দৃঢ় নেতৃত্ব আমাদের এগিয়ে চলার শক্তি জোগায়। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনি এক উজ্জ্বল ও দৃঢ়চেতা পথপ্রদর্শক। আপনার মেধা, বিচক্ষণতা ও সাহসিকতা আমাদের প্রিয় মাতৃভূমিকে নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছে।
তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি—আপনি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। আপনার সুস্থতা দেশের মানুষকে নতুন আশার আলো দেখাবে। আমরা বিশ্বাস করি, আপনাকে ঘিরে জাতি আরও সমৃদ্ধ, আধুনিক ও সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে। আল্লাহ আপনাকে দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।

