মানববন্ধন
নারায়ণগঞ্জে তাজরীন ফ্যাশন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা তাজরীন ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে কারখানা উক্ত কারখানা মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিপূরণের বিধান আই.এল.ও কনভেনশন ১২১ এর আলোকে সংশোধন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন এস.এম কাদির, সাধারণ সম্পাদক, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা। মোঃ সাইফুল ইসলাম শরীফ*, সাধারণ সম্পাদক, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা প্রমুখ।

