দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আইসিউতে ভর্তি হয়েছেন। তাঁর স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। নামাজের পর এই বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সকল মুসল্লি মহান আল্লাহর দরবারে একত্রিত হয়ে তাঁর আরোগ্য কামনা করেন।
আয়োজনের মূল উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তাঁর অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী হিসেবে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবো। আশা করছি মহান আল্লাহ দ্রুত তাঁর সুস্থতা দান করবেন।”
মাসুদুজ্জামান আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা সকলকে একসঙ্গে প্রার্থনা করতে আহ্বান করছি। আমাদের সহমর্মিতা, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমরা তাঁকে মানসিক শক্তি দিতে পারি। এই দোয়া মাহফিল শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আমাদের কর্তব্য।”
নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় বাসিন্দা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

