শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২০, ২৮ মে ২০২৪

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যত্মিক গুরু লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকালে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের নাগ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। তিরোধান উৎসব আগামী ১লা জুন থেকে শুরু হবে। সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ।

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন, বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দেসহ কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

তিরোধান উৎসব সফল করার লক্ষ্যে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ থেকে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আশ্রম এলাকায় মেলা বন্ধ ও আশপাশের দোকান পাট থেকে চাঁদা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত  গ্রহন করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এ বছরও হিন্দু সম্প্রদায়ের পূর্জা অর্চনা নির্বিঘ্নে করতে কোন প্রকার মেলা বসার অনুমতি দেওয়া হয়নি।