
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় মহিদুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মহিদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ঘাতক চালককে ধরতে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।