
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর উন্নয়ন কার্যক্রমের প্রচার ও মত বিনিময় সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ১ নং সদস্য মাহাফুজুর রহমান কালাম বলেছেন, সেই দিন ১৩ তারিখে মঞ্চের নেতারা যেই বক্তব্য রাখলেন তা দেখে আমি হতাশ হলাম। আমি হতাশ হলাম। সেই হতাশা থেকে আরেকটু বেশি মনটার ভেতর আগ্রহ নিয়ে এখানে বসার জন্য এসেছি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) যাদুঘর সংলগ্ন চামেলী ভবনে তিনি ওসব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা কালাম বলেন, সেই হতাশা টা কি? আমার সেই এক নেতা বক্তব্য রাখলেন, আজকে দশ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিভৃতে। তাদের চেহারায় হতাশার ছাপ। এই হতাশা সোনারগাঁও এর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।
তিনি আরোও বলেন, কিন্তু দুঃখের বিষয় কোনটা? হতাশা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই কথাটা কিন্তু মুখে বলতে পারলেন না। এই হতাশা থেকে মুক্তি পেতে হলে সোনারগাঁয়ে নৌকা আনতে হবে নৌকার কোন বিকল্প নাই। আমাদের নেতাকর্মীদের মাঝে হাসি ফোটাতে হলে, সোনারগাঁয়ে আমরা নৌকা চাই। জাতীয় পার্টির এরাও শেখ হাসিনার প্রতিনিধি, মহাজোটের প্রতিনিধি। আমরা নৌকার প্রতিনিধি চাই সোনারগাঁয়ে। নৌকার প্রতিনিধিরাই পারবে আওয়ামিলীগের নেতাকর্মীদের হতাশা ফেরাতে। আওয়ামীলীগের নেতা কর্মীদের মুখে হাসি ফোটাতে।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।