
প্রতীকী ছবি
আগামী ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিশাল জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
দলের কেন্দ্রীয় একাধিক সুত্র সমাবেশের ব্যাপারে নিশ্চিত করেছেন।
২৭ সেপ্টেম্বর দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হবে।
দলের সূত্রমতে, সমাবেশ সফল করতে সোমবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে। এদিক সবার মতামত ও সিদ্ধান্ত অনুযায়ী সমাবেশের গতিপ্রকৃতি ও স্থান নির্ধারণ করা হবে।
দলের একাধিক নেতা জানান, আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের দলের স্থায়ী কমিটির একাধিক সদস্যসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা, নারায়ণগঞ্জ বিএনপির কেন্দ্রীয় পদে থাকা নেতারা ও স্থানীয় নেতারা এতে উপস্থিত থাকবেন। এদিন নারায়ণগঞ্জে বিএনপির স্মরণকালের সেরা সমাবেশ সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতিতে করা হবে। এদিন সমাবেশের উপস্থিতির দিক দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙবে বিএনপি।