সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে হরতালের সমর্থনে মহিলা দলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩০, ২০ নভেম্বর ২০২৩

আড়াইহাজারে হরতালের সমর্থনে মহিলা দলের মিছিল

হরতালের সমর্থনে মিছিল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল করেছে মহিলা দলের নেতাকর্মীরা  

সোমবার (২০ নভেম্বর) ঢাকা-মদনপুর সড়কের উপজেলার তুরকুনি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় তার অনুগত নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন। এ সময় আড়াইহাজার পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন মহিলা নেতৃদের অংশগ্রহনে ঢাকা মদনপুর হাইওয়ে সড়কে হরতাল সমর্থনে স্লোগান দেন তারা।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মিছিলের খবরটি আমাদের জানা নেই।