ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এ কমিটি অনুমোদন পায়।
এবিষয়ে এক প্রতিক্রিয়ায় অয়ন ওসমান গণমাধ্যমকে বলেন, আমাকে যে সম্মানের জায়গাটা দেওয়া হয়েছে সেটার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কমিটির সদস্য হওয়ায় সকলের কাছে দোয়া চাই। দোয়া করবেন যাতে আমাকে আজ যে সম্মানটা দেওয়া হয়েছে, সেটা যেন ধরে রাখতে পারি। আমার বাবার স্বপ্ন যে প্রত্যাশা সংগঠনটা সেটার জন্য সকলে দোয়া করবেন। যুব ও ক্রীয়া কমিটির সদস্য হিবেসে আমার লক্ষ থাকবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ যেন গড়তে পারি। কমিটির সদস্য হওয়ায় আবারও সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।