ফাইল ছবি
ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠতে। ঈদ বয়ে আনে সকলের জীবনে আনন্দ ও খুশি। ঈদের আনন্দে ত্যাগের মহিমায় জীবনকে আলোকিত হোক সকলের জীবন। সেই প্রত্যাশ্যায় সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
বার্তায় তিনি বলেন, এবারের ঈদ সকলের জন্য খুশি আনন্দ বয়ে আনুক। শুধু নারায়ণগঞ্জ নয় দেশব্যাপী ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক ইসলাম ও ঈদের শান্তির বার্তা। ঈদ বয়ে আনুক আমাদের সকলের জীবনে অনাবিল আনন্দ ও সুখধারা। সমাজ থেকে ঈদকে কেন্দ্র করে দূর হয়ে যাক সকল অমানিশা।
নারায়ণগঞ্জ ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে এই প্রত্যাশায় সবাইকে জানাই ঈদ মুবারক।