রোববার, ২২ জুন ২০২৫

|

আষাঢ় ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সম্পদ হয়তো ফিরে পাব, মানুষ তো ফেরত পাব না: আইভি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৬, ১ আগস্ট ২০২৪

সম্পদ হয়তো ফিরে পাব, মানুষ তো ফেরত পাব না: আইভি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেছেন, সম্পদ হয়তো ফিরে পাব। কিন্তু মানুষ তো ফেরত পাব না। অনেক সম্পদের ক্ষতি হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে। কোনটাই কাম্য নয়।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হাবিবউল্লাহ কাঁচপুরীর মালিকানাধীন মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবউল্লাহ কাঁচপুরী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা জামান মিয়া, মকবুল হোসেন, আমির হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধীদের আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বিকেলে মার্কেটটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মার্কেটটিতে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প, একটি বেসরকারি ব্যাংক, একটি হাসপাতাল, একটি চাইনিজ রেস্টুরেন্ট ছাড়াও অসংখ্য দোকান ও অফিস ছিল।