শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩১, ১৪ আগস্ট ২০২৪

ফতুল্লায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার খুনি দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে থানা বিএনপি ও অঙ্গসংগঠন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরীহ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সারা দেশে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে 
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসের দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচকভাবে নিয়েছেন। আমরা অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী যে, গুম-খুনের রানী গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুবনেতা জুয়েল আরমান, নাঈম, সৈকত রাজ, রুবেল চৌধুরী, সুমন আহম্মেদ, মনির হোসেন ও মাকসুদ মাসুম প্রমুখ।