 
						ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নির্দেশের অপেক্ষায় আছে এবং দেশ ও দলের স্বার্থে যেকোন সময় রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে একথা জানান মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর।
তিনি লিখেন, দেশ ও দলের স্বার্থে ছাত্রদলের নেতাকর্মীরা যেকোন মুহুর্তে রাজপথে নামার জন্য সদা প্রস্তুত রয়েছে, নির্দেশনার অপেক্ষায় শুধু। ১৭ বছর আমাদের ঠিকানাই তো ছিল রাজপথ, নির্দেশনা আসলে প্রয়োজনে আবারো দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে, প্রস্তুত রয়েছি আমরা।


 
										 
										 
										 
										 
										 
										 
										