রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লংমার্চকে ঘিরে ব্যাপক উৎসাহ, বিভিন্ন স্পটে থাকবে নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের যে পথে যাবে লংমার্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৮, ১০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের যে পথে যাবে লংমার্চ

ফাইল ছবি

১১ ডিসেম্বর (বুধবার) ‌‘ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির পালন করবে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

বুধবার ‌রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে সকাল ৮টায় শুরু হবে এই লংমার্চ কর্মসূচি। পথিমধ্যে সকাল ৮ টা ১০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট পার করবে লংমার্চেগামী নেতাকর্মীরা। এসময় এসব পয়েন্টে লংমার্চকে স্বাগত জানিয়ে অংশ নেবে নেতাকর্মী ও স্থানীয় জনগন।

লংমার্চ নারায়ণগঞ্জের সানবোর্ড দিয়ে প্রবেশ করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হয়ে সোনারগাঁয়ের কাঁচপুর হয়ে রূপগঞ্জের তারাব এলাকা দিয়ে ভুলতা গাউছিয়া এলাকা হয়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকা দিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করবে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, আমাদের প্রতিটি পয়েন্টে নেতাকর্মী থাকবে। আমরা লংমার্চেও গাড়িবহরে থাকবো। লংমার্চ নারায়ণগঞ্জের সানবোর্ড দিয়ে প্রবেশ করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হয়ে সোনারগাঁয়ের কাঁচপুর হয়ে রূপগঞ্জের তারাব এলাকা দিয়ে ভুলতা গাউছিয়া এলাকা হয়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকা দিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করবে।