
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের দোয়া
আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সুস্থতার জন্য নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট জুমা'বার জুম'আর নামাজ শেষে মাসদাইর আদর্শ স্কুল মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ উপস্থিত মুসল্লীদের নিয়ে ডাক্তার শফিকুর রহমান এর সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।বর্তমান সময়ে জাতির আশা আকাংখ্যা পুরনে জামায়াতের আমীর যে পরিশ্রম করে যাচ্ছেন তাঁর সমস্ত ভালো কাজ গুলো কবুল করে সুস্থতার নেক হায়াত কামনা করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে উত্তরা মাইল স্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনার শিকার কোমলমতি শিক্ষার্থীদের জন্যও দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো: আবদুল জব্বার। আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জনাব জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, অন্যান্য কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কয়েকশত মুসল্লী দোয়ায় অংশ গ্রহণ করেন।