
ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার উদ্বোধন
নাসিক ১৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক দাতা সড়ক এলাকার স্থানীয়দের উদ্যোগে ১ আগষ্ট শুক্রবার বিকালে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ আব্দুল বাতেন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পী জনাব মোঃ আনিসুজ্জামান। উপদেষ্টা মন্ডলী সম্মানিত সভাপতি জনাব মাওলানা মাহবুবুর রহমান মল্লিকের দিক নির্দেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক ইসলামী শিক্ষাবিদ মাওলানা হাবিবুর রহমান মল্লিক বিশিষ্ট আলেমে দ্বীন দেওভোগ মাদ্রাসার সম্মানিত শায়েখ সানি, দাতা সড়ক মসজিদের ইমাম এবং খতিব আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন সহ স্থানীয় অসংখ্য ব্যক্তিবর্গ।