রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দিনের বেলায় দোকানের তালা কেটে চুরির চেষ্টা, দুই চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৫, ২ আগস্ট ২০২৫

আপডেট: ০০:০৬, ৩ আগস্ট ২০২৫

দিনের বেলায় দোকানের তালা কেটে চুরির চেষ্টা, দুই চোর আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনের বেলা মোমেন ইলেক্ট্রিক নামে একটি দোকানের তালা কেটে চুরি করার সময় জনতা মিজান ও সিরাজ নামে দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পৌর বাজারের দুবাই প্লাজা মার্কেটের ২য় তলায় ঘটনাটি ঘটে।

ধৃত মিজান কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার আবুল কালামের ছেলে এবং সিরাজ একই এলাকার মৃত অহিদ আলীর ছেলে।

দোকান মালিক মোমেনসহ উপস্থিত লোকজন জানান, প্রতিদিন ওই মার্কেটটি সকাল ১০টায় খোলা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় দুই চোর মার্কেটের দোতলায় প্রবেশ করে মোমেন ইলেক্ট্রনিক্স এর দোকানের তালা কেটে একজনকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পুনরায় তালা লাগিয়ে একজন বাইরে দাঁড়িয়ে থাকে।

দোকান মালিক বাসায় থেকে তার মোবাইলে সিসি ক্যামেরার মাধ্যমে চুরির বিষয়টি দেখতে পেয়ে মার্কেটে এসে লোক জড়ো করে দুই চোরকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে ধৃত চোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পুলিশ জানায়, দোকান মালিক অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।