রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৮, ৩ আগস্ট ২০২৫

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

বন্দরে তৃতীয়  শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত তাওহিদ ধানমন্ডির ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। সে  নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাইদুর জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে শীতলক্ষ্যা সেতুর উপর মোটরসাইকেল চালিয়ে ঘুরতে গিয়েছিলেন তাওহিদ। ওই সময় সেতুর উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেকে নেওয়া হলে তার মৃত্যু হয়।