
মানববন্ধন
বন্দর নির্বাচনী আসনে উপজেলার ৫ টি ইউনিয়ন সোনারগাঁ ৩ আসনের সাথে বিন্যাস করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা বন্দরবাসীর সংগঠনের উদ্যােগে ১ আগষ্ট শুক্রবার বাদ আসর বন্দর হাজী সাহেবের মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা বন্দরবাসী সংগঠনের সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম তিনি বলেন "গরিবের সুন্দরী বউয়ের দিকে সবার নজর" আমাদের বন্দর উপজেলা নারায়ণগঞ্জ সিটির আওতাধীন করতে পারেন। কিন্তু হটকারী সিদ্ধান্তের মাধ্যেমে সোনারগাঁ পাঠিয়ে দিবেন এটা বন্দরবাসী কোনদিন মেনে নিবেনা। "নির্বাচন কমিশনার কে উদ্যেশে করে বলেন আপনারা মনে করেছেন বন্দরবাসীর কোন মা,বাপ নেই তাই অযাচিত সিদ্ধান্ত নিবেন„।আমরা তা মেনে নিবো না প্রয়োজনে হাইকোর্টে রিট করবো। তিনি আরো বলেন আমরা বন্দরবাসীর আন্দোলন মাত্র শুরু এখনোই যদি সরকার সঠিক পদক্ষেপ না নেন, তাহলে এই আন্দোলনের দাবানল পুরো বন্দর উপজেলায় ছড়িয়ে যাবে।
এসময় সংগঠনের সক্রিয় সদস্য মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রেজাউর করিম রাজা, জাকির হোসাইন, বেলাল হোসাইন, মোঃ খোকন প্রমুখ সহ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার শতাধিক নাগরিক।