রোববার, ০৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কলকাতা বিমানবন্দর টার্মিনালের কাচ ভাঙায় গ্রেফতার না.গঞ্জের বাসিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ২ আগস্ট ২০২৫

কলকাতা বিমানবন্দর টার্মিনালের কাচ ভাঙায় গ্রেফতার না.গঞ্জের বাসিন্দা

ফাইল ছবি

কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেছে এক বাংলাদেশি যুবক। এই ঘটনায় সিআইএসএফ তাকে গ্রেফতার করেছে। পরে ওই বাংলাদেশি যুবককে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি।

বিমানবন্দরের সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন ওই যুবক।