শনিবার, ০২ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উঠান বৈঠক নারীদের ঢলে জনসমাবেশে পরিণত!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১ আগস্ট ২০২৫

আপডেট: ০০:১৯, ২ আগস্ট ২০২৫

উঠান বৈঠক নারীদের ঢলে জনসমাবেশে পরিণত!

রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে উঠান বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ডাকে আয়োজিত এক উঠান বৈঠক জনসমাবেশে রূপ নিয়েছে। সমাবেশে স্থানীয় বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি দেখা গেছে। 

শনিবার (১ আগষ্ট) বিকেলে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এসময়  বৈঠকে এলাকার নারীরা দল বেধে অংশ নেন। দিপু ভূঁইয়ার আগমনে খবরে আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লা থেকে শতশত নারী উঠান বৈঠকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

নারীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে দিপু ভূঁইয়া বলেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী নির্বাচনেও ভোটার হিসেবে আমাদের মা, বোনেরা হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। অনেকে ভাবে নারীরা রাজনীতি বোঝে না, এটা সঠিক নয়৷ আমাদের নারীরা আমাদের মা বোনেরা যথেষ্ট রাজনীতি সচেতন। তারা সামনে দেশ ও সমাজ বিনির্মানে আরও এগিয়ে আসবে এবং নেতৃত্ব দিবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় বৈঠকে অংশ নেয়া স্থানীয় মানুষেরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। স্থানীয়দের সমস্যা ও নানান অভিযোগ নিয়ে আগামীতে কাজ করার আশ্বাস দেন দিপু।

রূপগঞ্জের মত গ্রাম ও মফস্বল এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে নারী ভোটারদের এমন সমর্থনকে ইতিবাচক ভাবে দেখছেন দিপু ভূঁইয়ার অনুসারীরা।