সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মঈনুদ্দিন আহমাদের নির্বাচনী প্রস্তুতি সভা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মঈনুদ্দিন আহমাদের নির্বাচনী প্রস্তুতি সভা 

প্রস্তুতি সভা 

মানুষের কল্যানে কাজ করলে আল্লাহ খুশি হয় এর প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা দেখেছেন ছাত্র শিবিরের সারা বছরের সেবা মূলক কাজগুলো শিক্ষার্থীরা কিভাবে গ্রহন করছে।

১৪ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব শহরের মিশনপাড়া জামায়াতে ইসলামীর কার্যালয়ে ৫ আসনের  নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। 
এসময় তিনি আরো বলেন আমাদের প্রত্যেকেই বেশি বেশি করে অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে হবে। এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, সহ সমস্ত থানা আমীর সেক্রেটারি ও দায়িত্বশীল জামায়াত  নেতৃবৃন্দ।