রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা নির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নাসিকের ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা নির্ধারণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) আওতাধীন ব্যবসায়ীদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে জরিমানা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্পোরেশন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এনসিসি সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নবায়ন করবেন না, তাদের বিরুদ্ধে আদর্শ কর তফসিল ২০১৬ অনুযায়ী জরিমানা ধার্য করা হবে।

সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।