
কার্যালয় উদ্বোধন
শ্রমিক জনতা গড়বে দেশ সুখী সমৃদ্ধি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলমীর নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ ৩ আসনের এমপি প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
এসময় শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ রিদুয়ানুল আজিম এর পরিচালনায় সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে উদ্বোধনী দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার তদারককারী মুজিবুর রহমান মিয়াজী, জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদার সহ সকল স্তরের দায়িত্বশীল এবং শ্রমিক নেতৃবৃন্দ।