
ফ্রি মেডিকেল ক্যাম্প
আত্ম-মানবতার সেবায় আন-নূর সোসাইটির উদ্যােগে নারায়ণগঞ্জ মিশনপাড়া এলাকায় ১৩ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডাক্তার আলী আশরাফ খানের নেতৃত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক বিভিন্ন ধরনের রোগীদের সেবা প্রদান করা হয়।
সেবা প্রদান কালে আন-নূর সোসাইটির চেয়ারম্যান মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন আমরা সাপ্তাহের প্রতি শনিবার মিশনপাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যেমে সেবা রোগীদের সেবা প্রদান করে থাকি। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি আরো বলেন দেশের মানুষ আর কোন হানাহানি ও সন্ত্রাসের রাজনীতি চায়না। মানুষ এখন খুবই সচেতন। মানুষের কল্যানে কাজ করলেই আল্লাহ খুশি হয়।