শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্রতারণার মাধ‍্যমে ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আসামি মুক্তা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে প্রতারণার মাধ‍্যমে ৩০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আসামি মুক্তা কারাগারে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিউটি পার্লারের ব্যবসার প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি ফাতেমা আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদরের বরফকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি ফাতেমা মুক্তাকে নারায়ণগঞ্জ সদর আমলী আদালতে প্রেরণ করা হয়।মূলত, নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মোহাম্মদ আলী শশী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আত্মীয়তার সুবাদে শশীর আস্থা অর্জন করেন ফাতেমা। ২০২২ সালের ৫ অক্টোবর বিউটি পার্লার ব্যবসা চালুর কথা বলে শশীর কাছ থেকে ২৫ লাখ টাকা ঋণ নেন মু্ক্তা। শর্ত ছিল, দুই বছরের মধ্যে মূল টাকা ফেরত দেওয়ার পাশাপাশি, পার্লার থেকে অর্জিত মোট মুনাফার অংশ থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা শশীকে দেয়া হবে। এ বিষয়ে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র এবং মানি রশিদ তৈরি করা হয়।কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফাতেমা মুক্তা টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সকালে বাদী টাকা চাইতে গেলে ফাতেমা মুক্তা তাকে প্রকাশ্যে গালমন্দ করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই ফাতেমা আক্তার মুক্তা পলাতক ছিলেন। অবশেষে গতকাল রাতে অভিযান চালিয়ে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্র