
সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ্যামব্রিয়ান স্টীল বিডি লিমিটেড গার্মেন্টসের শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জের বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গার্মেন্টসটির শ্রমিকদের পঁচিশ মাসের বেশি সময় ধরে মালিকপক্ষ তাদের বকেয়া পরিশোধ করেনি। বেতনের দাবিতে শ্রমিকরা কারখানায় গেলে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বকেয়া বেতনের দাবীতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।