রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামী বর্ষায় কোথাও জলাবদ্ধতা থাকবেনা : প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আগামী বর্ষায় কোথাও জলাবদ্ধতা থাকবেনা : প্রশাসক

নারায়ণগঞ্জ শহরের চলমান কাজের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আমরা আশা প্রকাশ করছি, আগামী বর্ষা মৌসুমের আগেই সকল কাজ শেষ করতে পারবো এবং আগামী বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জের কোথায় আর জলাবদ্ধতা থাকবে না। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এক ঝটিকা সফরে নারায়ণগঞ্জ শহরের চলমান কাজের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষন করেন। 

পরিদর্শন শেষে নাসিক প্রশাসক বলেন, শহরের চলমান সড়কের কাজের সাথে যারা যুক্ত আছেন ইঞ্জিনিয়ার, ঠিকাদার তাদের সাথে আমরা কথা বলেছি। আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি চেষ্টা করবো সপ্তাহে ২-৩ দিন এখানে এসে অফিস করবো। সেটা কি কি বার হবে সেটা আলোচনা করে পরবর্তীতে জানানো হবে। তবে এর বাইরেও আমি আরও ১দিন আসার চেষ্টা করবো। 

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিযুক্ত করা হয়।

এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।