শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রক্তদান কর্মসূচি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রক্তদান কর্মসূচি 

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জে কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন শেষে জেলা প্রশাসক নিজেও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান করলে শরীর দুর্বল হয় না বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।

এসময় তিনি সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।