রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সাবেক এমপির ভাগ্নি জামাতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে সাবেক এমপির ভাগ্নি জামাতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা রবিন (৩৫) কে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে তাকে থানায় আনা হয়। রবিন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার মৃত আতাউর রহমান ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, সাবেক এমপি পরিবারের প্রভাব ব্যবহার করে রবিন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তার শেলটারে ব্রাহ্মন্দী ইউনিয়নের ডাকাত সোহেল মেম্বারের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট গড়ে ওঠে। সেখানে প্রতি সন্ধ্যার পর স্কুল মাঠে মাদক বিক্রির হাট বসত এবং প্রতিবাদকারীদের ওপর নির্যাতন চালানো হতো। এছাড়া, স্থানীয় ফসলি জমির মাটি ড্রেজার দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করে কোটি টাকার অবৈধ আয় অর্জন করতেন রবিন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক এমপি নজরুল ইসলাম বাবু এবং তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেন। রবিনের বিরুদ্ধে তখন থেকে হত্যার, ভাঙচুরের ও অন্যান্য একাধিক মামলা দায়ের হয়। এক বছর পলাতক থাকার পর, এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গণপ্রশাসন) মেহেদী ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।