
জিয়া হলে অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ জিয়া হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। আগুনে শহীদ জিয়া হলের ভেতরে চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এসবের অধিকাংশই পরিত্যক্ত ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছেনা।