
মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আজকে আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি তা ৯৯% মানুষের প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে। আমাদের নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। এই ফরজ হুকুমকে অবজ্ঞা করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হলো। এটা অত্যন্ত দুঃখজনক এবং ৯২ ভাগ মুসলমানের দেশে এটা কাম্য নয়।
আজ বিকেল ৫টায় জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নৃত্য ও গানের শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষক ফোরাম নগর সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আমির হোসাইন এর সঞ্চালনায় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি মাসুম বিল্লাহ আরো বলেন, নৈতিকতা ও আদর্শবান শিক্ষার্থী গঠনে গানের নিয়োগ শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষাকে করুন।