বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ১১ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে ডাকাতরা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, জিএস পরিবহণের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গত রাতে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌছালে চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান। 

সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে বলেন যাত্রীদের কাছে মাদক আছে তল্লাশী করা হবে। তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। এর মধ্যে ডিবি পরিচয় দেয়া যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত স্বর্ণসহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ার পর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়। 

যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেলপারদের আচরণ সন্দেহজনক হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ মুহূর্তে বলতে পারছি না এটি ছিনতাই না ডাকাতি। তবে বাস চালক আরিফুল ইসলাম (৫০) দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক ও হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করা হবে।