বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী নাদিম গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী নাদিম গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত আসামি নাদিম (২২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে। 

গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নাদিমকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে পরিচালিত গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় সতেরোটি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি মো: নাদিম পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিমের বসত ঘর থেকে আলামতগুলো উদ্ধার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধান শেষে র‍্যাব-১১ জানায়, আসামি পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি'সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। 

গ্রেফতারকৃত আসামি নাদিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।