বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৮ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২০ আগস্ট ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৮ 

ফাইল ছবি

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার ১নং মাধবপাশা এলাকার গনী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহান (২৩) একই থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার মৃত আল হাসান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মধু রানা (৪৬) পুরান বন্দর চৌধুরীবাড়ি কলোনি এলাকার রবিউল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাব্বির হোসেন (২৩) বক্তারকান্দী এলাকার মৃত হাজী শাহজাহান মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আফসানা  বেগম (৪৪) চাঁনপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান (১৮) কদমতলী এলাকার ইউসুব আলী ছেলে নন এফআইআর ওয়ারেন্টভূক্ত আসামী সনেট (৩৫) বেঁজেরগাও এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মামুন (৩০) ও চাঁনপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (২০)। ধৃতদের বুধবার (২০ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৯ আগস্ট)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।