
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা সবাই বিএনপি নেতাকর্মী। তারেক রহমান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। তার কথা হল সবার আগে বাংলাদেশ। আপনাদের সে বিষয়টি অনুধাবন করতে হবে। গতানুগতিক রাজনীতি বাদ দিয়ে পজেটিভ রাজনীতি বিএনপি প্রতিষ্ঠা করতে চায়।
শুক্রবার (৩ অক্টোবর) সোনারগাঁয়ে কোকো স্মৃতি টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, কোকো সাহেব বাংলাদেশকে ক্রীড়াঙ্গণে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন। যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
ফ্যাসিস্টের পতনের পর আমরা দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন খেলাধুলার কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছি। খেলায় যুক্ত থাকলে মন ও স্বাস্থ্য ভাল থাকে। আগামীর বাংলাদেশ গঠনে যুবকদের সে সুস্থ মস্তিষ্ক প্রয়োজন তার জন্য এই খেলা অনেক জরুরি।
বিএনপি চায় বিচার সুনিশ্চিত করতে। বাংলাদেশের মানুষের অধিকার বিএনপি প্রতিষ্ঠা করতে চায়। এই এলাকার সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু বিএনপিকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের কর্মকান্ডে মানুষ বুঝবে বিএনপির নীতি কী। আপনাদের ভূমিকা বিএনপিকে আজ দেশের সবচেয়ে বড় মানুষের আস্থাভাজন দল হিসেবে গড়ে তুলেছে।
মনে রাখবেন যে ঐক্যই শক্তি। কাউকে ছোট করে নয়, মানুষকে নিজের দিকে টেনে আনুন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে ধ্বংস করতে প্রপাগান্ডা চালানো হচ্ছে। ভারতে বলা হয় বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাজনীতিকে কলুষিত করা হয়েছে। তারই কপি বাংলাদেশে আছে, যারা বট বাহিনী হিসেবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে।