
প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল
প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। মনোনয়ন পাওয়ার জন্য যা যা করনীয় আমি তা করবো। মনোনয়নের ব্যাপারে আমি আপনাদের বলতে পারি আমি আমার প্রচেষ্টা দিলে এই মনোনয়ন আপনাদের উপহার দিতে পারবো।
সোমবার (৩০ সেপ্টেম্বর) শহরের মিশনপাড়া এলাকায় এক উঠান বৈঠক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। এর আগে বৈঠকে উপস্থিত সকলেই তাকে প্রার্থী হতে চাপ দেন এবং তাকে প্রার্থী ঘোষণা করে স্লোগান দেন।
তিনি বলেন, আমি চেষ্টা করবো মনোনয়ন মিশনপাড়াবাসীকে উপহার দিতে। বাকিটা আপনারা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমর্থন থাকলে আমি অবশ্যই কামিয়াব হবো।
তিনি আরও বলেন, আমরা মহল্লার জন্য সবসময় আলোচনা করে থাকি। সামনে নির্বাচন। এই নির্বাচনে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন৷ আমি যেহেতু এই মহল্লার, আমি এ মহল্লাকে প্রাধান্য না দিলে আমার জন্য শোভন হয় না।
বাবুল বলেন, হাসিনা এখনও তার স্বৈরাচারী বক্তব্য দিচ্ছে। তারা নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমাদের সবদিকে সজাগ থাকতে হবে। সজাগ থেকেই আমরা এগিয়ে যাবো৷ ধানের শীষ যদি আমাদের হাতে আসে বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ ধানের শীষকে ভালবাসে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসে।