
ফাইল ছবি
বন্দরে ১টি চাইনিজ দাসহ অন্তু (২২) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অন্তু বন্দর উপজেলার বাড়ীখালিস্থ পদুঘর এলাকার রবিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার (১ অক্টোবর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ডাকাতি প্রস্তুতি ৩৮(৭)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার বাড়ীখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
থানার তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য অন্তুসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দল দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গত মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাড়ীখালিস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো চাইনিজ দাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।